ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ০১:১২  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ০১:১২


ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি


‘ভরবো মাছে মোদের দেশ; গড়ব  স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রমাণ চিত্র প্রদর্শিত হয়েছে।

৩১ জুলাই, বুধবার সকালে উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র‍্যালি শেষে উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি ) সাইদ মোহাম্মদ  ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এএ এম. আবু তাহের, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান ও কৃষিবিদ শফিকুল ইসলাম শিবলীসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তারা মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরেন।

বিবার্তা/ওসমান/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত