হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

| আপডেট :  ৩১ জুলাই ২০২৪, ০৪:১৭  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৪, ০৪:১৭


হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি


‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই, বুধবার দুপুর বারটার দিকে হাকিমপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত কারণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

পরে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কামরুন নাহারের সঞ্চালনায় উপজেলার মৎস্য চাষিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ।

সভায় মৎস্য কর্মকর্তা উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল ও সর্বোত্তম ব্যবহারের বিষয়ে মাছচাষিদের বিভিন্ন পরামর্শ দেন। সেই সঙ্গে ৩০ জুলাই হতে শুরু হয়ে ৫ আগস্ট চলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, উপজেলা আ. লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ, আশরাফ আলী প্রধান, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা মৎস্য জীবী লীগের আহ্বায়ক জসিমুল হক ডিটুসহ আরও অনেকে।

বিবার্তা/রব্বানী/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত