আন্দোলনে প্রযুক্তি ও বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি: পলক

| আপডেট :  ০১ আগস্ট ২০২৪, ০১:৫৭  | প্রকাশিত :  ০১ আগস্ট ২০২৪, ০১:৫৭


আন্দোলনে প্রযুক্তি ও বেসরকারি খাতে ১৮ হাজার কোটি টাকার ক্ষতি: পলক

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বেসরকারি খাতে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুঠোফোন অপারেটরদের কঠোর বার্তা দিয়েছেন প্রতিমন্ত্রী বলেন, রবিবার বিকেল থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে। এর পর গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলে জানিয়েছিলেন। তবে এখনো অনেক গ্রাহক সেই বোনাস ইন্টারনেট পাননি বলে অভিযোগ উঠেছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, অবশ্যই সকল অপারেটরকে এটা মানতে হবে। যদি কেউ না মানে এবং আমরা যদি এ ধরনের অভিযোগ পাই অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিবার্তা/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত