পাবনায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

| আপডেট :  ১১ আগস্ট ২০২৪, ০৪:২৮  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২৪, ০৪:২৮


পাবনায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সারাদেশ

পাবনা প্রতিনিধি


সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে ১১ আগস্ট, রবিবার সকালে পাবনা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ-হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না।

তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে ১০ শতাংশ প্রতিনিধিত্ব দাবি করেন তারা।

বিবার্তা/পলাশ/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত