ভূখণ্ড রক্ষার্থে যা করার প্রয়োজন সেচ্ছাসেবক দল তাই করবে : অভি

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮

ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করতে যখন যা করণীয় এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা তাই করবে।’ দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫ টার দিকে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধামরাই থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

অভি বলেন, ‘স্বৈরাচার হাসিনা দেশকে অস্থিতিশীল করে ভারত পালিয়ে যায়। ভারতের মদদে ইসকন দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে আওয়ামী লীগ। আমাদের দেশে সংখ্যালঘুরা কোনো নির্যাতনের শিকার হয় না। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশকে অস্থিতিশীল করলে আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখন্ড রক্ষা করতে যখন যা করণীয় ঢাকা জেলা সেচ্ছাসেবক দল তাই করবে।’

বিশেষ অতিথির বক্তব্য দেন ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন ও ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ ভূঁইয়া শাওন।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী ও বাইশাকান্দা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা শরিফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত