সিরাজগঞ্জে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ‘সিরাজগঞ্জ রাইজিং’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বেলকুচি উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফ মোস্তাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনিরা শারমিন এবং তাহসিন রিয়াজ। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা যোগ দেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সাইফ মোস্তাফিজ বলেন, তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে এসে রাষ্ট্রের সংস্কারে কাজ করতে হবে। শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্যই এ অভ্যুত্থান হয়নি। নতুন রাজনীতিতে সব পক্ষকে একত্রে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন বলেন, ফ্যাসীবাদী ব্যবস্থার সুবিধাভোগীরা বিভেদের রাজনীতি শুরু করেছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, অভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবার ফ্যাসিবাদ ভর করবে। ধর্মীয় সম্প্রতি বজায় রেখে বাংলাদেশপন্থি রাজনীতি হবে নতুন বাংলাদেশের রাজনীতি। তিনি তরুণদের জাতীয় নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তাহসিন রিয়াজ বলেন, ‘যে নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা অভ্যুত্থানে অংশ নিয়েছি, তা গড়তে একত্রে কাজ করতে হবে। এ বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি চলবে না।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত