বেসন দিয়ে ঘরোয়া স্ক্রাব, ত্বক হয়ে উঠবে জেল্লাদার

| আপডেট :  ১৪ আগস্ট ২০২৪, ০৯:৪৩  | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২৪, ০৯:৪৩


বেসন দিয়ে ঘরোয়া স্ক্রাব, ত্বক হয়ে উঠবে জেল্লাদার

লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক


ত্বকের হাজার সমস্যা। কারও ব্রণ ভরে যাচ্ছে মুখে, কেউ আবার র‌্যাশের জ্বালায় অতিষ্ঠ। কমবয়সি তরুণী থেকে মধ্যবয়সি— কমবেশি সকলেরই ত্বকের কিছু না কিছু সমস্যা রয়েছে।

অনেকেই ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখেন বাজারচলতি প্রসাধনীর উপর। তাতে আদৌ কি কোনও লাভ হয়? প্রসাধনী ত্বকের সাময়িক খেয়াল রাখলেও দীর্ঘস্থায়ী কোনও সমাধান হয় না।

বেসন ত্বকের যত্নে দারুণ উপকারী। বেসনের সঙ্গে আর কী কী মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন?

১) বেসন এবং হলুদের স্ক্রাব

২ টেবিল চামচ বেসনের সঙ্গে আধ চা চামচ হলুদের গুঁড়ো এবং টক দই ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে সারা গায়ে মেখে নিন এই মিশ্রণ। কিছু ক্ষণ রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।

২) বেসন এবং মধুর স্ক্রাব

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল মধু এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। স্নানের আগে সারা গায়ে মেখে নিন এই মিশ্রণ। স্পর্শকাতর ত্বক হলে মুখে মাখার দরকার নেই। কিছু ক্ষণ রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন।

৩) বেসন এবং শসার স্ক্রাব

অর্ধেক শসা ভাল করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ বেসন। মুখে, হাতে চাইলে গোটা শরীরেই মাখতে পারেন এই মিশ্রণ। স্নানের কিছু ক্ষণ আগে মেখে রেখে দিন। মিনিট ২০ পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

বিবার্তা/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত