নড়াইলের প্রতারণা মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে মানববন্ধন

| আপডেট :  ১৮ আগস্ট ২০২৪, ০৫:২৮  | প্রকাশিত :  ১৮ আগস্ট ২০২৪, ০৫:২৮


নড়াইলের প্রতারণা মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ

নড়াইল প্রতিনিধি


নড়াইলে স্ত্রীর করা জালিয়াতি মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে স্বামী মোজাহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্ত্রী শোভা সুলতানা।

১৮ আগস্ট, রবিবার দুপুরে নড়াইল ডিসি অফিস চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধনে অংশ গ্রহণ করেন স্ত্রী শোভা সুলতানা, তার মা ও স্থানীয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে স্ত্রী শোভা সুলতানা বলেন, আমার বাবা-মা ধারদেনা করে স্বামী মোজাহিদুল ইসলাম কে বিদেশে পাঠাতে ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। বিদেশ থেকে আমার কোন খোজ খবর না নিয়ে বিদেশের একটি মেয়ে কে সে বিয়ে করে ঘর সংসার করছে। আমি চলতি বছরের ১১ জুন স্বামীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার জালিয়াতি মামলা করেছি। এই অবস্থায় গত ১৬ আগষ্ট নড়াইল চৌরাস্তায় শোভা সুলতানাকে মামলা তুলে নেত্তয়ার হুমকী দিচ্ছে শ^শুর মহিদুল, শাশুড়ি সেফালী বেগম, ননদ তাসমিম ঐশিসহ কয়েকজন। স্বামী মোজাহিদুল ইসলাম শুভ লন্ডন থেকে হুমকী দিচ্ছে আমায়। এ ঘটনায় ১৭ আগস্ট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

বিবার্তা/শরিফুল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত