মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

| আপডেট :  ১৯ আগস্ট ২০২৪, ১০:৩৮  | প্রকাশিত :  ১৯ আগস্ট ২০২৪, ১০:৩৮


মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলা প্রতিনিধি


ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপা‌তে মো: সালাউ‌দ্দিন মা‌ঝি (৩৬) নামে এক জেলের মৃত্যু হ‌য়ে‌ছে।

এঘটনায় নদীতে পরে যাওয়া তার ছেলে মো: শা‌হিন (১১) নিখোঁজ রয়েছেন। এছাড়াও এ ঘটনায় মো: লিটন মা‌ঝি নামে আরও একজন আহত হয়েছেন।

১৯ আগস্ট, সোমবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত সালাউদ্দিন মাঝি ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল রশীদ মাঝির ছেলে এবং আহত লিটন একই ওয়ার্ডের বাসিন্দা।

মৃত সালাউদ্দিনের পরিবার ও আহত লিটন মাঝি জানান, সোমবার বিকেলে তারা তিনজন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন মাঝি পুড়ে কয়লা হয়ে গেছেন। তার ছেলে শাহীন নদীতে পড়ে গেছে। তবে লিটন এ ঘটনায় কিছুটা আহত হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটওয়ারী জানান, বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত