বিজিএমইএ’র নতুন সভাপতি খন্দকার রফিকুল

| আপডেট :  ২৪ আগস্ট ২০২৪, ১১:৪৩  | প্রকাশিত :  ২৪ আগস্ট ২০২৪, ১১:৪৩


বিজিএমইএ’র নতুন সভাপতি খন্দকার রফিকুল

বিবার্তা প্রতিবেদক


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে এস এম মান্নান কচি পদত‌্যাগ করায় নতুন সভাপ‌তি নির্বা‌চিত হয়েছেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম।

এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া সহ-সভাপতি থেকে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব। অন্যদিকে পরিচালক থেকে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ আশরাফ।

২৪ আগস্ট, শনিবার সংগঠন পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

এর আগে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় নিয়মিত সভাপতি এস এম মান্নান কচির পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ অনুষ্ঠিত বিজিএমইএর পর্ষদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন সম্মিলিত প্যানেল ৩৫টি পদের সব ক’টিতে নির্বাচিত হয়। গত ৬ এপ্রিল দায়িত্ব নেন কচি।

খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের সহ-সভাপতিরা হলেন

১ম সহ-সভাপতি-সৈয়দ নজরুল ইসলাম
সিনিয়র সহ-সভাপতি – আব্দুল্লাহ হিল রাকিব
সহ-সভাপতি- আরশাদ জামাল (দীপু)
সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন
সহ-সভাপতি – মিরান আলী
সহ-সভাপতি – আসিফ আশরাফ
সহ-সভাপতি – রকিবুল আলম চৌধুরী

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত