মোকতাদির চৌধুরীসহ ৫৫ জনের নামে আরো এক হত্যা মামলা

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৪, ০৫:১৩  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৪, ০৫:১৩


মোকতাদির চৌধুরীসহ ৫৫ জনের নামে আরো এক হত্যা মামলা

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নবীনগর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান শনিবার (২৪ আগস্ট) সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ২০১৬ সালে মাদরাসায় হামলা চালিয়ে হাফেজ মো. মাসুদকে হত্যা ও জামিয়া ইসলামিয়া ইউনূসিয়া মাদরাসায় হামলার অভিযোগ আনা হয়। মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫৫-৬০ জনকে আসামি করা হয়েছে। নাম থাকা আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে ২০২১ সালের ২৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডে সংঘর্ষের সময় মাওলানা হুসাইন আহম্মেদ হত্যার ঘটনায় তার বড় বোন তানিয়া আক্তার বাদী হয়ে মোকতাদির চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গত শুক্রবার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। হুসাইন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনূসিয়া মাদারাসার ছাত্র ও আখাউড়া উপজেলার মনিয়ন্দের বাসিন্দা।

বিবার্তা/আকঞ্জি/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত