মান্দায় শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

| আপডেট :  ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৯  | প্রকাশিত :  ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৯


মান্দায় শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর মান্দায় শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষক জুনিয়র ইন্সট্রাক্টর ও উপবৃত্তি শাখার সমন্বয়ক তহিদুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। অপরদিকে ওই শিক্ষককে বাঁচাতে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীদের এক অংশ।

এ নিয়ে রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে শহীদ কামারুজ্জামান ইন্সটিটিউট চত্বর উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫/৬ জন আহত হয়েছেন।

শিক্ষকদের বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, তহিদুর স্যার কলেজের কিছু শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং করেছেন। তারা শিক্ষকের দেওয়া সকল সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন। এ জন্য শিক্ষকদ্বয়কে বাঁচাতে তারা অবস্থান নিয়েছেন। তাদের শক্তি দিয়ে সকল অনিয়ম করে পার পেয়ে যায়। ব্যবহারিক পরীক্ষার নাম্বার  তাদেরকে ২৫ মধ্যে ২০ থেকে ২২ নাম্বার  দিয়ে থাকেন। অন্য শিক্ষার্থীদের মাত্র ১০ থেকে ১২ নাম্বার  দিয়ে থাকেন। এছাড়াও কলেজের বিভিন্ন কাজে অনিয়ম করে যাচ্ছেন। অধ্যক্ষের নিরবতায় তহিদুর স্যার সকল অনিয়ম করে আসছেন। এদের থেকে আমরা পরিত্রাণ চাই।

তবে এ ব্যাপারে অধ্যক্ষ আসাদুজ্জামান নীরব ভূমিকা পালন করতে দেখাগেছে।

অভিযুক্ত শিক্ষক অহিদুর রহমান বলেন, যেসব শিক্ষার্থী লেখাপড়া করে না ৫/৬ বিষয়ে ফেল করেছেন। সেসব শিক্ষার্থী আমার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন। প্রকৃত শিক্ষার্থীরা কখনো প্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে এরকম উৎশৃঙ্খল আচরণ করে না।

বিবার্তা/আপেল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত