২১ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

| আপডেট :  ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৮  | প্রকাশিত :  ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৮


২১ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সারাদেশ

বিবার্তা প্রতিবেদক


প্রায় ২১ ঘণ্টা পর গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দেওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

২৬ আগস্ট, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা ভবনের সামনে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি৷ পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে৷’

রেজাউল করিম বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আমরা গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আশা করছি আগুন আর আশেপাশে ছড়ানোর সম্ভাবনা নেই। তবে এখানে রাবার ও প্লাস্টিকের মত দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আমাদের আরও সময় লাগবে। এখনও ভেতরে অনেক দাহ্য পদার্থ আছে।

নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আগুন নেভানো। আগুন না নেভানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভিকটিম লিস্টের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আমাদের প্রাথমিক দায়িত্ব আগুন নির্বাপণ করা। তা না হলে ভেতরে কোনো ভিকটিম থাকলেও আমরা তাদের উদ্ধার করতে পারবো না। সেজন্য আমাদের এখন কোনো ভিকটিম লিস্টের দিকে নজর নেই।

তিনি আরও বলেন, আমরা গত রাত থেকে সকাল পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে তাদের স্বজনের কাছে পাঠিয়ে দিয়েছি। যাদের সামান্য ইনজুরি ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি হবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত