পঞ্চগড়ে বন্যার্তদের জন্য টাকা উত্তোলন নিয়ে প্রতারণা, আটক ৮

| আপডেট :  ২৮ আগস্ট ২০২৪, ০৬:১৪  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২৪, ০৬:১৪


পঞ্চগড়ে বন্যার্তদের জন্য টাকা উত্তোলন নিয়ে প্রতারণা, আটক ৮

পঞ্চগড় প্রতিনিধি


দক্ষিণাঞ্চলের বন্যার্তদের নামে টাকা উত্তোলন করতে যাওয়া ৮ প্রতারককে আটক করে আইনশঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৮ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকা থেকে একটি পিকআপ আড়াই হাজার টাকায় ভাড়া নিয়ে সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারে টাকা তুলতে যায় তারা। এসময় আটককৃতদের কথাবার্তা অসঙ্গতিপূর্ণ হওয়ায় তাদের আটক করে রাখে স্থানীয় ব্যবসায়ীরা

খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে সেনাবাহিনীকে খবর দিলে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির ময়নাগুড়ি বিওপি’র সদস্যদের সহায়তায় তাদের নিজ হেফাযতে নেয় সেনাবাহিনী। পরে দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা (৪১), জালাল (৪০), খালেক (৫৫), আবিল (৫৫), জামিরুল (৩১), রমজান (৩২) রাসেল (২৪) ও রেজাউল (৩০)।

এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় থানা পুলিশ।

বিবার্তা/বিপ্লব/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত