ভারতে জনসংখ্যার হারকে পিছনে ফেলে দিয়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার

| আপডেট :  ২৯ আগস্ট ২০২৪, ০১:৩০  | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২৪, ০১:৩০


ভারতে জনসংখ্যার হারকে পিছনে ফেলে দিয়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। অবস্থা এমন হয়েছে, পরিসংখ্যানে দেশটির বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারকে অতিক্রম করে গেছে শিক্ষার্থীদের আত্মহত্যার হার।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান IC3’র প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্য প্রদেশের শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। তবে রাজস্থান এই সূচকে সবচেয়ে এগিয়ে। বাৎসরিকভাবে ভারতীয় শিক্ষার্থীদের আত্মহত্যার এই পরিমাণ ৪ শতাংশ।

জরিপে দেখা যায়, ২০২২ সালে আত্মঘাতীর বেশিরভাগই নারী শিক্ষার্থী। তাদের এমন সিদ্ধান্তের পিছনে মানসিক অবসাদ, পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া, অসুস্থ প্রতিযোগিতা এবং সামাজিক ট্যাবু প্রধান ভূমিকা পালন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত