বন্যার্তদের মাঝে ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

| আপডেট :  ৩০ আগস্ট ২০২৪, ০৭:৫৬  | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২৪, ০৭:৫৬


বন্যার্তদের মাঝে ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি


ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির গামাঢীঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্ত ও পাহাড় ধ্বংসে ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙ্গালী ১৪০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

বানভাসি প্রতিটি পরিবারকে চাউল,চিনি,লবন,তেল,পেঁয়াজ,ডালসহ ৬ পদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে সমন্বয়ক করুণাময় চাকমার সমন্বয়নে, সমাজকর্মী মো. সেলিম হায়দার এর নেতৃত্বে এ সময় হাসিব হায়দার, ওয়ালিউল ইসলাম,জসিম উদ্দিন,নজরুল ইসলাম, স্কুল প্রধান শিক্ষক শিবলী শান্তি চাকমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লায়েস দেওয়ান, নৃপেন চাকমাসহ স্থানীয় গণ্যমান্যরা এতে অংশ নেয়।

ত্রাণ বিতরণকারীরা জানান, দুর্যোগকালে মানবিক কাজের অংশ হিসেবে এই ত্রান বিতরণ করা হচ্ছে। পার্বত্যাঞ্চলের মানুষের যে কোন দুর্যোগে পাশে দাঁড়ানোর লক্ষ নিয়ে ওয়ার্ল্ড কেয়ার ফাউন্ডেশন কাজ করতে চায় বলে জানান তারা।

বিবার্তা/আল-মামুন/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত