জাতীয় নাগরিক কমিটিকে এবি পার্টি’র অভিনন্দন

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৫


জাতীয় নাগরিক কমিটিকে এবি পার্টি’র অভিনন্দন

রাজনীতি

বিবার্তা প্রতিবেদক


নবগঠিত জাতীয় নাগরিক কমিটিকে অভিনন্দন জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

৯ সেপ্টেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানিয়েছেন তারা।

বিবৃতিতে এবি পার্টি’র আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গতকাল ৮ সেপ্টেম্বর, রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি নামে যে নতুন নাগরিক প্লাটফর্মের ঘোষণা করা হয়েছে তাকে আমরা নতুন প্রজন্মের ইতিবাচক রাজনৈতিক উদ্যোগ হিসেবে সাধুবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, সাবেক ছাত্রনেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব  আখতার হোসেনসহ নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত বেশিরভাগ সদস্যরাই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। আমরা আশা করি নাগরিক কমিটি যে লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে তা অর্জনে এই তারুণ্যোদ্দীপ্ত নেতৃত্ব বলিষ্ঠ ভুমিকা রাখবে।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, বাংলাদেশের স্বার্থ সুরক্ষা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তারা আন্তরিকভাবে কাজ করবে বলে মনে করে এবি পার্টি।

এসময় নেতৃবৃন্দ জাতীয় নাগরিক কমিটির সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত