বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২


বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিবার্তা প্রতিবেদক


সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন। মৃতের সংখ্যা ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন।

বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত