আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জনালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

| আপডেট :  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২  | প্রকাশিত :  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২


আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জনালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

বিবার্তা ডেস্ক


মব জাস্টিস নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক ব্রিফিংয়ে এ আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, জনবান্ধব পুলিশ সেটা যেন বাস্তবে পরিণত হয়। ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজি যাতে না হয় এবং এগুলো বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। পুরনো ফর্মে যাতে সবাই ফিরে যেতে পারে পুলিশ।

তদন্ত ছাড়া কোনো মামলায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা দোষী তাদের নাম মামলায় দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক নাম থাকায় তদন্ত করতে সময় লাগছে, নিরপরাধ মানুষ যাতে এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিবার্তা/এসএ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত