ঢাবিতে ছাত্ররাজনীতি বন্ধের একেবারে বিরোধিতা করি: ফখরুল

| আপডেট :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২  | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২


ঢাবিতে ছাত্ররাজনীতি বন্ধের একেবারে বিরোধিতা করি: ফখরুল

রাজনীতি

বিবার্তা প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হয়। ঢাবিতে ছাত্ররাজনীতি বন্ধের একেবারে বিরোধিতা করি।’

২১ সেপ্টেম্বর, শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করা ভালো হয়নি। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান হতে পারে না। এসব সিদ্ধান্ত সরকারকে প্রশ্নবিদ্ধ করে। লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধ করে সুস্থধারার ছাত্ররাজনীতি না থাকলে দেশে রাজনীতি টিকে থাকবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ছাত্ররাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতি সুস্থ হবে না। রাজনীতি নয়, সিট দখল কালচার বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বে যারা ছিলেন, তারা দায়িত্বেই থেকে গেছে। পুরোপুরি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পতনের পর বর্তমান সরকারের যে ল্যাকিং তা হলো সরকারে রাজনৈতিক মুখ নেই। নিঃসন্দেহে কিছু পলিটিক্যাল গ্যাপ তৈরি হতে পারে।’

বর্তমান সরকারকে সহযোগিতার কথা জানিয়ে তিনি বলেন, ‘যতটুকু কাজ হচ্ছে তা ঠিক হচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করি। মূল রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বসতে হবে। কথা বলতে হবে। মানুষ প্রতিষ্ঠানগুলো কেমন দেখতে চায় তা কথা বলে জানতে হবে। রাজনীতিবিদদের সম্পৃক্ত করতে হবে।’

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত