ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো অবরোধ

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮


ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো অবরোধ

শিক্ষা

ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সাড়ে ১১টার দিকে প্রধান ফটকে গিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা অবিলম্বে উপাচার্য নিয়োগ না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এছাড়া অতীতে দুর্নীতির রেকর্ড আছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এমন কাউকে উপাচার্য নিয়োগ দেওয়া হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আসছেন শিক্ষার্থীরা। এছাড়া ২০ সেপ্টেম্বর থেকে তিন দিন প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে আসছেন তারা।

বিবার্তা/জায়িম/এসএ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত