মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ আটক ১০

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮


মহেশপুর সীমান্ত থেকে ৩ রোহিঙ্গাসহ আটক ১০

সারাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

২১ সেপ্টেম্বর, শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

২২ সেপ্টেম্বর, রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সেসময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গার মধ্যে ১ জন নারী ও দুই জন পুরুষ এবং দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১০ জনকে আটক করে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিবার্তা/রায়হান/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত