রেহান-পলিনের ‘টুকরো চোখ’
দেশের স্বনামধন্য গায়ক রেহান রসুল আসছেন নতুন আরও একটি গান নিয়ে। পলিন কাউসারের লেখা ও সুরে ‘টুকরো চোখ’ শিরোনামে খুব শীঘ্রই আসছে গানটি। ইতিমধ্যে এর রেকর্ড সম্পন্ন হয়েছে যার মিউজিক ডিরেক্টর হলেন শেখ রেজয়ান।
গানটি নিয়ে রেহান বলেন গানের সঙ্গে আমার পারস্পরিক বোঝাপড়াটা জমে ওঠার পর দেখলাম এর কথা ও সুর খুবই সুন্দরভাবে সমন্বয় করা হয়েছে। তাই আশা করি, শ্রোতারা গানটি নিজেদের মতো করে উপভোগ করবেন।
নিজের নতুন গান প্রসঙ্গে পলিন বলেন, ‘আমি সবসময়ই গানের কথা আমার নিজের মতো করে টিউন করি। রেহান ভাই তার পুরোটা দিয়েই মুগ্ধ করেছেন আমাকে। ‘টুকরো চোখ’-এর রেকর্ডিং ও স্টুডিও শুট শেষ এখন আউটডোর ভার্সনের প্রস্তুতি চলছে। চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে। সব ঠিকঠাকমতো হলে কিছুদিনের ভেতরই প্রোমো রিলিজ হবে।’
পলিন কাউসারের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ছবিঘরের ব্যানারে আসতে চলেছে গানিটি। গানের চিত্রায়ণে এবার মডেল হিসেবে নির্বাচন হয়েছেন সায়মা, সউদ এবং আকিলাকে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত