কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

| আপডেট :  ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮  | প্রকাশিত :  ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮


কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি


পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

২৫ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উত্তর বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে চেীধুরী মেডিকেল হলকে ২হাজার ৫’শত টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে ২ হাজার ৫’শত টাকা, সাধনা ঔষাধালয়কে ২ হাজার টাকা এবং মুবিন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিবার্তা/রবিন/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত