গুয়াতেমালায় ৬.১ মাত্রার ভূমিকম্প

| আপডেট :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৬  | প্রকাশিত :  ২৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৬


গুয়াতেমালায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক


মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ এ খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার (৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।
 
প্রতিবেদনে বলা হয়, রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় জোরালো কম্পন অনুভব হয়েছে।
 
বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গুয়াতেমালার ভূখণ্ডের ৯০ শতাংশেরও বেশি এলাকা ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত