সংসদের প্রথম অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি

| আপডেট :  ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:০২  | প্রকাশিত :  ২৯ জানুয়ারি ২০২৪, ০৭:০২


সংসদের প্রথম অধিবেশনের দিন কালো পতাকা মিছিল করবে বিএনপি

বিবার্তা প্রতিবেদক


দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।

ঢাকাসহ সারা দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভার প্রত্যেকটি ইউনিটের নেতা-কর্মী-সমর্থকরা এই কর্মসূচি একযোগ পালনের সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীতে পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, নিউ মার্কেট, মিরপুর ১২ নং বাস স্ট্যান্ড, উত্তরা ১২ নং এবং বাড্ডা লিংক রোডের সামনে থেকে বেলা ২টায় বিএনপি কালো পতাকা মিছিল করবে।

এসব মিছিলে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যগণ অংশ নেবেন।  

এছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম,-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এবি পার্টি প্রভৃতি দল আলাদা আলাদাভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে, বিজয় নগর পানির ট্যাংকের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ ও কালো পতাকা মিছিল করবে।

মঙ্গলবার বিকাল সাড়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ভাষন দেবেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ ভোট বর্জন করে বিএনপিসহ সমমনা জোটসমূহ।

বিবার্তা/রুবেল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত