নওগাঁয় কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

| আপডেট :  ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪২  | প্রকাশিত :  ৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪২


নওগাঁয় কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

সারাদেশ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় ‘ডামি প্রহসন নির্বাচনে অবৈধ সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১-দফা’ দাবিতে নওগাঁ সদর ও পৌর বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধার অভিযোগ উঠেছে।

৩০ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১২টায় শহরের কেডির মোড় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে হাতে কালো পতাকা মিছিল বের হলে বিএনপির নেতাকর্মীদের এতে বাধা দেয় পুলিশ।

মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস শুকুর, সদস্য সচিব মিজানুর রহমান, থানা বিএনপির আহ্বায়ক আজিজার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু , সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান কামরুল আক্তার নাহিদ, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বাহির হতে চাইলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পুলিশি বাধায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

বিবার্তা/শামীনূর/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত