চেলসিকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২


চেলসিকে উড়িয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল

খেলা

স্পোর্টস ডেস্ক


এমনিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল লিভারপুল। তবে, চেলসির মতো ক্লাবের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে শঙ্কা ছিল, এই ম্যাচে না আবার পয়েন্ট হারায়! কিন্তু ঘরের মাঠে চেলসিকে রীতিমতো ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুর দিকেই লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনিয়েসের শট দুইবার পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৩ মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে প্রথম চেলসির গোলমুখ উন্মুক্ত করেন দিয়োগো জোতা। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের কারিগর ব্র্যাডলি।

নুনিয়েস পেনাল্টি মিস না করলে ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যেতে পারত লিভারপুল। সেটা না হলেও তৃতীয় গোলের জন্য তাদের অপেক্ষা দীর্ঘ হয়নি। ৬৫ মিনিটে ব্র্যাডলির ক্রসে মাথা ছুঁইয়ে লিভারপুলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন মিডফিল্ডার দমিনিক সবোজলাই।

তৃতীয় গোল হজমের পর অবশ্য ক্রিস্তোফার এনকুনকুর দারুণ ফিনিশিংয়ের সুবাদে একটা গোল শোধ দেয় চেলসি। কিন্তু ৭৯ লুইস দিয়াস আরও একবার চেলসির জাল কাঁপালে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

চেলসির বিপক্ষে এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও নিরঙ্কুশ করলো লিভারপুল। ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। ২১ এবং ২২ ম্যাচ খেলে সমান ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত