ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষ করে স্বাবলম্বী

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২


ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষ করে স্বাবলম্বী

সারাদেশ

সাভার প্রতিনিধি


ঢাকার ধামরাইয়ে বিদেশি জাতের ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক যুবক। তার এই সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এখন ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষের দিকে ঝুকছেন।

জানা যায়, পড়াশুনা শেষ করে চাকরির পিছনে না ঘুরে ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের আটিমাইঠান গ্রামের যুবক হাবিব ইউটিউব দেখে বিদেশি জাতের সবজি ক্যাপসিকাম ও স্কোয়াশ চাষ করেন কয়েক বিঘা জমিতে।

প্রথম চাষেই তিনি বাজিমাত করেছেন। এখন গাছে গাছে শুধু ক্যাপসিকাম ও স্কোয়াশ। ফলনও ভালো হয়েছে। বাজারে বিক্রি করে তিনি ব্যাপক লাভবান হচ্ছেন। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক এই সবজি চাষের দিকে ঝুকছেন।

ক্যাপসিকাম ও স্কোয়াশ বিক্রি করে এবার আনুমানিক সাত থেকে আট লাখ টাকা লাভ হবে বলে আশা করেছেন তিনি।

হাবিব জানান, কয়েক বিঘা জমিতে ৬ হাজার গাছ লাগিয়েছি। এবার  পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় গাছের চারা কোনো ক্ষতি হয়নি।

গাছ থেকে ফল সংগ্রহ চলছে। প্রতি গাছে এখন ৮ থেকে ১০টি ফল আছে। ৫-৬টি ফলে এক কেজি হচ্ছে। পাইকারি এই ফল ঢাকা সহ বিভিন্ন জেলায় পাইকারদের অর্ডারে পাঠাই দেই ২০০ থেকে ২৫০ টাকা কেজি দামে।

উপজেলা কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিনিয়ত বলে জানান তিনি।

বিবার্তা/শরিফুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত