খানসামায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২


খানসামায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের খানসামা উপজেলায় অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে উপজেলার মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাসুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ স ম গোলাম কিবরিয়া (জেহাদ)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। একটি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তাহলেই খানসামা তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত