জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭


জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি


জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার নারায়ণপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা মিলনায়তনে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ১৯৫১ সালে গঠিত জামালপুর মহুকুমা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন সুজায়াত আলী মিঞা। তিনি জামালপুরের প্রথম শহিদ মিনার নির্মাণে প্রধান ভূমিকা রাখেন। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষার মান উন্নয়নেও তার অবদান রয়েছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান ও অসহায়, দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত