স্ত্রী বুশরা বিবিসহ ইমরান খানের ৭ বছরের কারাদণ্ড

| আপডেট :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭  | প্রকাশিত :  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭


স্ত্রী বুশরা বিবিসহ ইমরান খানের ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবার্তা প্রতিবেদক


ইসলামী শরিয়াহ অনুসরণ না করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিচারিক আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি, শনিবার আদিয়ালা কারাগারের ভেতর স্থাপিত আদালত এ দণ্ড দেন। ওই সময় ইমরান ও বুশরা দুজনই উপস্থিত ছিলেন।

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রায় ঘোষণা করেন জ্যেষ্ঠ সিভিল বিচারক কুদরতউল্লাহ।

প্রসঙ্গত, ইমরান খানকে ইসলামী শরিয়ত না মেনে বুশরা বিয়ে করেছেন, এমন অভিযোগ এনে বুশরার বিরুদ্ধে মামলা করেন সাবেক স্বামী খাওয়ার মানেকা।

মামলায় মোট চারজনের সাক্ষ্য নেয়া হয়। যা পরবর্তীতে যাচাই-বাছাই করা হয়। এছাড়া দণ্ডবিধির ৩৪২ ধারায় নিজেদের বক্তব্য প্রদান করেন ইমরান ও বুশরা।

বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা অভিযোগ করেছেন, ইমরানের সঙ্গে বুশরার অবৈধ বিয়ে হয়েছে। কারণ তার সঙ্গে যখন বুশরার ডিভোর্স হয়- তখন আল্লাহর বিধান অনুযায়ী, অন্তত তিন মাস পর আরেকজনকে তিনি বিয়ে করতে পারতেন। কিন্তু আল্লাহর বিধান না মেনে ইদ্দত চলার সময় তিনি ইমরানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত