রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একজনকে হত্যা

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮


রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একজনকে হত্যা

সারাদেশ

কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৫ জানুয়ারি, সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ আই ব্লকে পাহাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মো. জলিল (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এফ/১২ ব্লকে বসবাসরত মো. জলিল নামের এক রোহিঙ্গাকে নিজ ব্লক থেকে ডেকে নিয়ে ক্যাম্প ৪ আই ব্লকের পাহাড়ের পাশে একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবার্তা/ফরহাদ/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত