ঢামেকের পাশে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

| আপডেট :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২  | প্রকাশিত :  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২


ঢামেকের পাশে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

বিবার্তা প্রতিবেদক


রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পূর্ব পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৭ ফেব্রুয়ারি, বুধবার বিকেল পৌনে চারটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, আমরা খবর পেয়ে আজ বিকেলে ঢাকা মেডিকেলের প্রধান গেটের পূর্বপাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, আমরা আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানতে পারি, এই নারী বেশ কিছুদিন ধরে ফুটপাতে ঘুমাত এখানেই থাকতো।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে হয়ত তার মৃত্যু হতে পারে। তার পরিচয় এখনো জানা যায়নি। (সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়ত তার নাম পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

বিবার্তা/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত