যেসব সরকারি চাকরিজীবীর বেতনস্কেল পুনর্নিধারণ

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ প্রশাসনে কর্মরত ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ (প্রাক্তন তহশীলদার) এবং ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ (প্রাক্তন সহকারী তহশীলদার) পদের বেতনস্কেল পুনর্নিধারণ করেছে সরকার।

সোমবার (৩১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

এই আদেশের ফলে ‘ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা’ গ্রেড-১৬ তম থেকে গ্রেড-১১তম এবং ‘ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা’ গ্রেড-১৭ তম থেকে ১২তম গ্রেডে উন্নিত হলেন।

তবে ভূমি মন্ত্রণালয়ের এই আদেশ প্রকাশ্যে আসার পর হতাশা এবং আক্ষেপ বেড়েছ অন্য সেক্টরের সরকারি কর্মচারীদের মধ্যে।কেননা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসন, মহার্ঘ ভাতা প্রদানসহ বেশকিছু দাবি জানিয়ে আসলেও তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি বৈষম্য আর না বাড়িয়ে সকল সেক্টরের কর্মচারীদের একসঙ্গে বেতনস্কেল পুনর্নিধারণ করা হোক। এবিষয়ে সামাজিক মাধ্যমে আক্ষেপ প্রকাশ করছেন অনেকেই।

এদিকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এক নোটিশে বিষয়টি নিয়ে জরুরি সভার আহ্বান জানিয়েছে।

আগামী ৫ ফেব্রুয়ারি ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে এ সভার আহ্বান করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত