লা-লিগা: জিরোনাকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮


লা-লিগা: জিরোনাকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

খেলা

স্পোর্টস ডেস্ক


লা-লিগায় বড় ম্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল এবারের মৌসুমের শিরোপা প্রত্যাশী দুই দল রিয়াল মাদ্রিদ এবং জিরোনা। দীর্ঘ সময় ধরেই রিয়ালের সঙ্গে টেক্কা দিয়ে শিরোপা দৌড়ে লড়ছিল জিরোনা। পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকা এই দুইটি দলই কাল মাঠে নেমেছিল শীর্ষস্থান নিশ্চিতের যুদ্ধে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের কাছে পাত্তাই পায়নি জিরোনা। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের কাছে রীতিমত উড়ে গেছে দলটি, হেরেছে ৪-০ গোলের ব্যবধানে।

জিরোনার বিপক্ষে এই জয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ২৪ ম্যাচ শেষে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ৬১, আর সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৬।

এবারের মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম্যান্স করে আসছে জিরোনা। গতকালের ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল দলটি। তবে ভিনিসিয়ুস, বেলিংহাম, রদ্রিগোদের ঝড়ে মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে দলটি। জিরোনার প্রথম হারটিও ছিল রিয়ালের বিপক্ষেই।

জিরোনার বিপক্ষে কাল স্বীকৃত কোনো সেন্টার ব্যাক ছাড়াই খেলতে নেমেছিল রিয়াল। ফলে ম্যাচের আগে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। তবে এদের মিলিতাও, ডাভিড আলাবা, নাচো ফের্নান্দেস, আন্টোনিও রুডিগারদের ছাড়া খেলতে নেমেও একটি গোলও হজম করেনি রিয়াল, উল্টো জিরোনার জালে দিয়েছে একে একে ৪ গোল।

গতকাল ম্যাচের শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই চোখ ধাঁধানো এক গোল করেন তিনি। ফেদ ভালভার্দের কাছে থেকে বল পেয়ে ২৫ গজ দূরে থেকে দুর্দান্ত এক শট নেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার যা ফেরানোর সাধ্য ছিল না জিরোনা গোলরক্ষকের।

শুরুতেই এগিয়ে যাওয়ার পর ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে রিয়াল। একের পর এক আক্রমণে ব্যস্ত করে রাখে প্রতিপক্ষের রক্ষণ। এরপর ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। ভিনিসিয়ুসের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নিয়ে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও প্রথমেই গোলের দেখা পায় রিয়াল। এবারও লস ব্লাঙ্কোসদের গোলের নায়ক বেলিংহামই। অবশ্য গোলটিতে দারুণ অবদান আছে ভিনির। ব্রাজিলিয়ান তারকার নেয়া শট ফিরিয়ে দিয়েছিলেন জিরোনা গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি, এই সুযোগে বল জালে পাঠিয়ে দেন বেলিংহাম।

তিন গোলে এগিয়ে যাওয়া রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৬১ মিনিটে এক নিপুণতায় মাঝমাঠ থেকে দৌড়ে গিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ পর্যন্ত রিয়ালের গোলসংখ্যা হতে পারত ৫টি। কেননা ৮৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে জোসেলুর নেয়া স্পটকিক পোস্টে লেগে ফিরে আসলে আর ব্যবধান বাড়ানো হয়নি রিয়ালের।

জিরোনার বিপক্ষে ম্যাচে কাল একপেশে আধিপত্য বজায় রেখেছিল রিয়াল। প্রতিপক্ষের গোলমুখে ১৬টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রেখেছিল লস ব্লাঙ্কোসরা। ওদিকে জিরোনা শটই নিতে পেরেছে ৫টি যার একটিও ছিল না লক্ষ্যে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত