সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩


সীতাকুণ্ডে দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

খেলা

চট্টগ্রাম প্রতিনিধি


বিপিএলের ঢাকা পর্ব শেষে  চট্টগ্রামে নিজ মাঠে খেলতে পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।

ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষে চট্টগ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। এতে বাসটির সামনের দরজাসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

১১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৭টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় পৌঁছালে চট্টগ্রামের টিম বাসের সঙ্গে একটি ট্রাকের (লরি) সংঘর্ষ হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে ওই বাসটিতে দলের কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।

জানা গেছে, ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে টিম বাসটি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল। তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না। চট্টগ্রাম দলের টিম বয়রা বাসটিতে ছিলেন। তবে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছোট কুমিরা এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের  একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি  একটি লরীকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। খেলোয়াড় না থাকলেও বাসটিতে খেলোয়াড়দের সরঞ্জাম ছিলো।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। দুর্ঘটনায় এক ঘন্টা পরে  বাসটি তারা চট্টগ্রামে নিয়ে গেছেন ।

ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসরে বেশ দাপট দেখাচ্ছে বন্দরনগরীর দলটি। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টে টেবিলের তিনে তারা। তাই প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে দলটি।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে হোম টিম চ্যালেঞ্জার্স। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি এ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত