গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২  | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২২


গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আলামিন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলামিন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে।

১২ ফেব্রুয়ারি, সোমবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আলামিন মোটরসাইকেলযোগে জাফরপুরের দিকে যাচ্ছিলেন। যুব উন্নয়নের সামনে পৌঁছলে তার মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।

এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে  উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, গুরুতর আহত অবস্থায় আলামিন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। এর ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

বিবার্তা/আসিম/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত