স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ধাওয়া

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৪, ০১:২১  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৪, ০১:২১

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অবস্থানরত শিক্ষার্থীদের লাঠি নিয়ে ধাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিদ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক সাধারণ বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার (২৭ অক্টোবর) সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন এক লোক লাঠি নিয়ে গ্যালারিতে অবস্থানরত শিক্ষার্থীদের ধাওয়া করে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিদ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, গ্যালারিসহ কলেজ প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অতিরঞ্জিত করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অরাজনৈতিক পরিবেশকে কলুষিত করার প্রয়াসে জড়িত পতিত স্বৈরাচারের দোসরদের প্রোপাগাণ্ডাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত