সাভারে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

| আপডেট :  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭  | প্রকাশিত :  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭


সাভারে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

সারাদেশ

সাভার প্রতিনিধি


সাভারের আশুলিয়ায় ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) জামগড়া এলাকায় দি ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এর আগেও সেখানে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিহতের পরিবার জানায়, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে আশুলিয়ার ওই হাসপাতালে পিত্তথলির অপারেশন বাবদ চব্বিশ হাজার টাকার কথা বলে ভর্তি করা হয়। রাতে পিত্তথলির অপারেশন করার পর একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেয়ার পর মুখ দিয়ে ফেনা উঠে রোগীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে সকালে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

এর আগে ২০২২ সালে এই হাসপাতালের জরায়ু অপারেশন করতে গিয়ে এক নারীকে ভুল চিকিৎসায় মূত্রনালি কেটে সেলাই করে ডাক্তাররা। পরে ও রোগীর
মৃত্যু হয়।

পিত্তথলির অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

মৃত মিজানুর রহমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমুখী গ্রামের লুৎফর বেপারীর ছেলে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা বলেন এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবার্তা/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত