ধর্মপাশায় দুই দিনব্যাপী বই উৎসবের উদ্বোধন

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২


ধর্মপাশায় দুই দিনব্যাপী বই উৎসবের উদ্বোধন

সারাদেশ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি


‘বই পড়ি, শুদ্ধ বাংলা চর্চা করি’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় দুই দিনব্যাপী বই উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি, বুধবার দুপুর দেড়টায় স্থানীয় বইবৃক্ষ পরিচর্যা সঙ্গ-এর উদ্যোগে জনতা উচ বিদ্যালয় খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সংগঠনের সমন্বয়ক কাজী বর্ণাঢ্য সজীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ওসি মো. শামছুদ্দোহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশতানসির বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সদর ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু প্রমুখ।

পরে উৎসব উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রকাশিত  ‘ধ- তে- ধর্মপাশা’ নামক বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।

বিবার্তা/শহীদুল/এসবি

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত