ব্রাহ্মণবাড়িয়ায় ৩০টি প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

| আপডেট :  ০১ এপ্রিল ২০২৪, ০৬:৫৮  | প্রকাশিত :  ০১ এপ্রিল ২০২৪, ০৬:৫৮


ব্রাহ্মণবাড়িয়ায় ৩০টি প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ায় ৩০টি প্রত্যন্ত অঞ্চলের তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের কার্যক্রম শুরু করেছে স্মাইল ইন লাইভ ফাউন্ডেশন।

১ এপ্রিল, সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলরোড সহজপাঠশালা প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি শুরু হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

স্মাইল ইন লাইফ ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক শাহজাহান আহমেদ সাজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহদৎ হোসেন, ড্রিম ফর ডিশ এবিলিটির প্রতিষ্ঠাতা পরিচালক, হেদায়েতুল আজিজ মুন্না, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, স্মাইল ইন লাইফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল খান, দৈনিক বাংলা প্রতিনিধি মাজহারুল করিম অভি, রংধনু পার্লারের সত্ত্বাঅধিকারী শাহানা আজিজ, উর্মি বিউটি পার্লারের নায়মা উর্মি, স্মাইল ইন লাইফ এর যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা নুর জেবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজি খালিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া একটি ভালো উদ্যোগ। প্রতিবছর তারাই এই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। যারা সমাজে বিত্তবান রয়েছেন সকলেই যদি এগিয়ে আসে তাহলে অনেক উপহার হবে।

ঈদ উপহার নিতে আসা মানুষরা বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা ঈদের নতুন কাপড় পেয়েছি। তারাই প্রতিবছরই আমাদেরকে দিয়ে থাকে।

বিবার্তা/নিয়ামুল/এমজে

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত