কুড়িগ্রামে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

| আপডেট :  ০২ এপ্রিল ২০২৪, ০৪:৩৮  | প্রকাশিত :  ০২ এপ্রিল ২০২৪, ০৪:৩৮


কুড়িগ্রামে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি


ঈদের খুশি ভাগাভাগি করে নিতে কুড়িগ্রামে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

২ এপ্রিল, মঙ্গলবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মুর্শেদ, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, বিপ্লব তরফদার, সাংবাদিক ইউসুফ আলমগীর, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমুখ।

এসময় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন বস্তি ও চরাঞ্চলের ২ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু, ১কেজি লবণ, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১ কেজি চিনি ও গুঁড়ো দুধ ১ প্যাকেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ স্থানীয় সুধীজন ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি বলেন, ট্রাই ফাউন্ডেশন শীত, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে।

তারা আরো বলেন, সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। সকলেই ঈদের খুশী ভাগাভাগি করে নিতে পারবে।

বিবার্তা/বিপ্লব/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত