১১ মামলায় ফেনীর ৩০ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

| আপডেট :  ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৪  | প্রকাশিত :  ০৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৪


১১ মামলায় ফেনীর ৩০ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

সারাদেশ

ফেনী প্রতিনিধি


নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত ১১ মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেলেন ফেনীর  ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের ৩০ নেতাকর্মী।

৩ এপ্রিল, বুধবার উচ্চ আদালতের বিচারক আবু তাহের সাইদুর রহমান ও সাহেদ নুর উদ্দিন এর যৌথ বেঞ্চ তাদের আট সপ্তাহের আগাম জামিন প্রদান করেছেন।

আসামি পক্ষের আইনজীবী ওমর ফারুক উচ্চ আদালতের যৌথ বেঞ্চে  ৩০ নেতাকর্মীর আট সপ্তাহের আগাম জামিনের এ তথ্য নিশ্চিত করেন।

আগাম জামিনপ্রাপ্তদের মধ্যে, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কাওসার এলিন, জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াসউদ্দিন খন্দকার, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুমন, প্রচার সম্পাদক ফখরুদ্দিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্বাস পাটোয়ারী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমন হক রাজিব, যুগ্ন আহ্বায়ক জিয়া উদ্দিন জিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম পাভেল, সিন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ পেয়ার, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী মেম্বার, বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আফসারুল কবির পাটোয়ারী ও ফেনী জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবুসহ যুবদল, স্বেচ্ছাসেবকল ও ছাত্রদলের মোট ৩০ জন নেতাকর্মী রয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহার উদ্দিন জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন থেকে সরানোর লক্ষে মিথ্যা এসব মামলা দেয়া হয়। মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়ীঘরে নিয়মিত তল্লাশি করা হতো।

ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচনকালীন এসব মামলা হওয়ার পর থেকে তারা পলাতক ছিলেন।

বিবার্তা/মনির/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত