ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে

| আপডেট :  ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২০  | প্রকাশিত :  ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২০


ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে

ভারত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। গত ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন করে যোগ হয়েছে ২৬০ কোটি ডলার। ফলে ভারতের বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৫০ কোটি ডলার।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য নিশ্চিত করেছে।

আরবিআই শুক্রবার (৫ এপ্রিল) জানায়, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বকালের সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছিল। সেবার রিজার্ভ দাঁড়িয়েছিল ৬৪ হাজার ২৪৫ কোটি ডলার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বছর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ায় বিভিন্ন দেশ। এতে ডলারের দাম বাড়ে। তখন চাপের মধ্যে পড়ে রুপি। এ চাপ সামলাতে কিছু কৌশল অবলম্বন করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সেগুলো অত্যন্ত কার্যকর ছিল বলে মনে করছেন তারা।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, আমাদের লক্ষ্য ছিল একটি শক্তিশালী ছাতা (আর্থিক ভিত্তি) তৈরি করা। যাতে প্রবল বৃষ্টি হলে (বিপদের সময়) আমরা এর তলায় আশ্রয় নিতে পারি।

প্রসঙ্গত, জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে ভারতকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। যার প্রভাব পড়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে। সেই সমস্যা সমাধানে করোনা মহামারি চলাকালীন বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় লেনদেন শুরু করে দেশটি। তার মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পাশাপাশি রয়েছে বাংলাদেশও।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বিবার্তা/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত