সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২৪, ০৪:২০  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২৪, ০৪:২০


সিরাজগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)র সদস্যরা। এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

৮ এপ্রিল, সোমবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এরআগে, রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার সলঙ্গা থানার এরিস্টোক্রেট হোটেলের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার দেউশপাড়া গ্রামের ডা. রওশন আলী ছেলে মো. স্বপন মিয়া (৫২), একই এলাকার কলপাবাস গ্রামের মৃত আ. মালেকের ছেলে মো. আবু তাহের (৪৫) ও বি বাড়িয়া জেলার বি বাড়িয়া সদর থানার উজানীসার গ্রামের মৃত জিনু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২) এর সদস্যরা রবিবার রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার এরিস্টোক্রেট হোটেলের সামনে পাঁকা রাস্তার উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪৬৫ টাকা জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিগণ দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিবার্তা/জবা   

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত