বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

| আপডেট :  ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫০  | প্রকাশিত :  ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫০


বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।

এতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।

ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় হচ্ছে। এতে ইমাম হিসেবে রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির রয়েছেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভোর থেকেই মুসল্লিরা আসছেন। প্রথম জামাতে প্রচুর ভিড় হবে বলে মনে হচ্ছে।

মসজিদে প্রায় এক লাখ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত