আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০১:৫৪  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০১:৫৪


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

অর্থ-বাণিজ্য

আখাউড়া প্রতিনিধি


পবিত্র ঈদুল-ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা পাঁচ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

১৫ এপ্রিল, সোমবার সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম। টানা পাঁচ দিন ছুটির পর ফের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ ও শুঁটকি রপ্তানির মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক গতি শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাফতরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বলে ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম ও কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়্যুম তালুকদার নিশ্চিত করেছেন।

বিবার্তা/নিয়ামুল/জবা

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত