টাইগারদের নতুন কোচ নাথান কেলি বাংলাদেশে

| আপডেট :  ১৫ এপ্রিল ২০২৪, ০৩:২৫  | প্রকাশিত :  ১৫ এপ্রিল ২০২৪, ০৩:২৫


টাইগারদের নতুন কোচ নাথান কেলি বাংলাদেশে

খেলা

স্পোর্টস ডেস্ক


ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের পর বেশ নড়েচড়ে বসেছিল ব্যর্থ দল ও তাদের ক্রিকেট বোর্ডগুলো। কোচ থেকে শুরু করে নির্বাচক ও অধিনায়ক সবকিছু নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসব দলকে। সেই তালিকায় ছিল বাংলাদেশের নামও। যার ফলে সেই বিশ্বকাপের পরই বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়।

তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

টাইগারদের কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় রবিবার (১৪ এপ্রিল) প্রথমবারের মতো ঢাকার মাটিতে পা রাখেন নাথান কিয়েলি। এর একদিন পরেই মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন এই অস্ট্রেলিয়ান। টাইগারদের সঙ্গে যেন কাজের প্রবল আগ্রহ নাথানের। সে কারণেই বোধ হয়, ঢাকায় এসে তেমন একটা বিশ্রামও নেননি তিনি। পরেরদিন অর্থাৎ আজ সোমবার সকালেই নেমেছেন মাঠে।

ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে পুণরায় মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। প্রথম দিন মাঠে নেমেছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক। এই ম্যাচেই নাথানকে দেখা গেছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ চলাকালীন সময়েই মাঠে নামেন তিনি। এসময় নাথানের সঙ্গে ছিলেন ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস।

জানা গেছে, নাথানকে ২ বছরের জন্য স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিবি। এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।

বিবার্তা/লিমন

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত