চিলমারী উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

| আপডেট :  ১৭ এপ্রিল ২০২৪, ০৫:২০  | প্রকাশিত :  ১৭ এপ্রিল ২০২৪, ০৫:২০


চিলমারী উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সারাদেশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি


চিলমারী উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ১ম ধাপের ঘোষিত তফশিল অনুযায়ী ৮ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে চিলমারী উপজেলার ৩ পদে ১১জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  

১৭ এপ্রিল, বুধবার সকাল ১০ টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর এর সভাপতিত্বে তার কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন, বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু, বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম বাদল ও মো. আমিনুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা মো. জাহিদ আনোয়ার পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবু হোসাইন সিদ্দিক রানা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, আঞ্জুমান আরা ও মাহরুবা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ সময় প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবনাকারী, সমর্থনকারীসহ সহকারী রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

বিবার্তা/রাফি/এমজে 

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত